• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভাইয়ের হাতে ভাই খুন 


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৬:১১ পিএম
ভাইয়ের হাতে ভাই খুন 

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, সদর উপজেলার আলাবকস গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আমিনুর ইসলামের (৫৪) সঙ্গে আপন বড় ভাই মোবারক ইসলাম ও তার ভাতিজার পারিবারিক কলহ চলে আসছে। এরই জের ধরে গত বুধবার রাত ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে আমিনুর ইসলামকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে রাতভর আপোস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় আত্মীয়স্বজন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ ১০টার দিকে নিহত আমিনুর ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

লাশের সুরতহাল পরীক্ষা শেষে সদর থানার এসআই আমিনুর ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে বিস্তারিত জানানো যাবে। 

Link copied!